সঞ্জয় শীল।
ব্রাহ্মবাড়িয়ার নবীনগরের শিবপুর ইউনিয়নের কনিকাড়ার গাঙ্গুল হাটিতে পৈতৃক সম্পত্তি বন্টনের জেরে পূর্ব শত্রুতায় অর্তকিত হামলা করে ৪ জনকে আহত করে। মো. এনামুল হক বাদী হয়ে নবীনগর থানায় এ বিষয়ে অভিযোগ করেন। আহতরা হলেন মো. এনামুল হক (৩০), মো. হানিফ (৩৬), মো. হেলাল মিয়া (৪০) ও হাসিনা বেগম (৬৫)।
অভিযোগ থেকে জানা যায়, মো. এনামুল হকের প্রতিবেশি ওয়াজকুরুনি (৪৫), মো. রিমন (২২), মো. জাবেদ (৪০), সাহেদ মিয়া (৪৮), মো. রিপন মিয়া (২২), কাউছার মিয়া (৫০), নুরুল আমিন (৩০), অহেদ মিয়া (৫০), মো. রাসেল (২৫) ও জুনায়েদসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন মিলে লাঠি-সোঠা, ধারালো দা, লোহার রড নিয়ে অর্তকিত হামলা করে নীলা জখম ও মাথা ফাটিয়ে আহত করাসহ ঘর-বাড়ি ভাঙ্গচুর করে আনুমানিক প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি করে।
মো. এনামুল হক জানান, হামলাকারিরা হুমকি দিতেছে থানায় মামলা করলে জানে মেরে ফেলবে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।
নবীনগর থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন বলেন, তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।