বিশেষ প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নবীনগর রিপোর্টার্স ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্ধীতায় শাহীন রেজা টিটু সভাপতি ও ৭ ভোটের ব্যবধানে সফিকুল ইসলাম শরীফ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রবিবার (১০-১১-২৪) দুপুর ২ ঘটিকায় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সার্জেন্ট মুজিবুর রহমান হল রুমে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।
২৩ সদস্য বিশিষ্ট নবীনগর রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সফিকুল ইসলাম শরীফ ১৫ ভোট ও তার একমাত্র প্রতিদ্বন্ধী রেজাউল হক রহমত ৮ ভোট পান। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কেবল সাধারণ সম্পাদক পদটির জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাকি পদগুলো বিনা প্রতিদ্বন্ধীয় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিমনার হিসেবে দায়িত্ব পালন করেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুলতান আহম্মেদ ও এতে আরো উপস্থিত ছিলেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মুছা, নবীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, বর্তমান সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রফেসর দেলোয়ার হোসেন, সাপ্তাহিক নবীনগর পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্বাস উদ্দিন হেলাল, উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খান জাহান আলী চৌধুরী, নবীনগর নিউ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, নবীনগর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম, সাংবাদিক জামাল হোসেন পান্না, সাংবাদিক সঞ্জয় শীলসহ অন্যান্যরা।
এ সময় বিজয়ী প্রতিদ্বন্ধী প্রার্থীকে শুভ কামনা জানানোসহ সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে।