আবুল কালাম :- নবীনগর উপজেলা প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরের প্রাথমিক শিক্ষক সমিতি মার্কেটস্থ নিচ তলায় উপজেলা শ্রমিক দলের অফিস উদ্বোধন করলেন জেলা বিএনপির আহবায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নান।
২২ নভেম্বর শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার ও নবীনগর উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে উপজেলা শ্রমিক দলের অফিসটি উদ্বোধন করা হয়েছে।
এডভোকেট এম এ মান্নান ফিতা কেটে শ্রমিক দলের অফিসে ঢুকে কেক কেটে অফিসটি উদ্বোধন করেছেন। এ সময় তিনি উপজেলা বিএনপির প্রয়াত নেতা পৌর এলাকার ৫নং ওয়ার্ডের মাঝিকাড়া গ্রামের সন্তান রফিকুল ইসলাম দেনু মিযাকে স্মরণ করেন। তিনি উপজেলা শ্রমিক দলের সভাপতি পদ প্রার্থী রফিকুল ইসলাম দেনু মিয়ার সন্তান জাবেদুল ইসলাম জাবেদকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উপজেলা শ্রমিক দলের সভাপতি পদ প্রার্থী জাবেদুল ইসলাম জাবেদ জানান, আমাদের জন্য সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারণ্যের অহংকার তারেক জিয়ার নেতৃত্বে উপজেলা শ্রমিক দল দেশ ও দেশের মানুষের কল্যানের জন্য কাজ করে যাবে।